সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার সরকারি কলেজ হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাম্বলীরদের মাঝে গরুর মাংস পরিবেশন করায় উদযাপন কমিটির ৫জনের বিরুদ্ধে করে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।
জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার সভাপতি বুলবুল তালুকদারের পক্ষে হয়ে এই লিগ্যাল নোটিশ প্রদান করেন এডভোকেট সুমন কান্তি রায়।
লিগ্যাল নোটিশ যাদের পাঠানো হয়েছে তারা হলেন…
১। মুজিবুর রহমান (চেয়ারম্যান , হীরক জয়ন্তী উদযাপন পরিষদ)
২। প্রফেসর গিয়াস উদ্দিন,অধক্ষ্য,কক্সবাজার সরকারি কলেজ (কো- চেয়ারম্যান, হীরক জয়ন্তী উদযাপন পরিষদ)
৩।প্রফেসর ফজলুল করিম,সাবেক অধ্যক্ষ কক্সবাজার সরকারি কলেজ (সদস্য সচিব, হীরক জয়ন্তী উদযাপন পরিষদ)
৪।মাহমুদুল হক চৌধুরী (আহবায়ক হীরক জয়ন্তী উদযাপন পরিষদ)
৫।মুহম্মদ উল্লাহ,সহকারী অধ্যাপক কক্সবাজার সরকারি কলেজ( সদস্য সচিব, হীরক জয়ন্তী উদযাপন পরিষদ)
প্রসঙ্গত, বিগত ১৮ই মার্চ কক্সবাজার সরকারি কলেজে ৬০ বছরের হীরকজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের জন্য সাবেক দের কাছে ১০০০/- ও বর্তমান শিক্ষার্থীদের কাছে ৫০০/- টাকা করে ফরম পূরন ফিস নির্ধারিত করা হয়।
অনুষ্ঠানের দিন দুপুরে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সনাতন ধর্মালম্বীদের জন্যও আলাদা প্যান্ডেলে খাবারের (খাসীর মাংস) ব্যবস্থা করা হয়। কিন্তু দুপুরে খাবারের সময় রহস্যজনক কারণে হিন্দুদের গোমাংস সরবরাহ করা হয়। এ বিষয়টি নিয়ে তৎক্ষনাত কয়েকজন প্রতিবাদ করলেও এর কোন প্রতিকার দিতে পারেনি উদযাপন কমিটি।
এছাড়াও অভিযোগ রয়েছে ওইদিন অনেকে নির্ধারিত ফরম পূরন করেও হীরকজয়ন্তীর গেঞ্জি/টুপি ও ম্যাগাজিন না পাওয়ার। খাদ্যেও ছিলো অপূর্ণতা। প্রতিশ্রুতি মোতাবেক সকালের নাস্তা, বিকেলের বিরানি থাকার কথা থাকলেও ছিলো শুধু দুপুরের খাবার।তাও অনেকে পায়নি।