প্রতিমা রিপোর্ট :: কক্সবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর সত্যজিৎ সেন(বাচ্চু) আর নেই।(ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)।
৭ ফেব্রুয়ারী শনিবার রাত ২.0৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে তিনি পরলোকগমন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সত্যজিৎ সেন (বাচ্চু) কক্সবাজারের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট সুরেশ চন্দ্র সেনের পুত্র এবং বিশিষ্ট গবেষক ও সাংবাদিক বিশ্বজিত সেন বান্ঞ্চুর বড় ভাই।
রবিবার দুপুর ১২টায় কক্সবাজার কেন্দ্রীয় শ্বশানে তার শাবদাহ অনুষ্ঠিত হবে।
শারদীয় প্রকাশনা পরিষদের শোক :
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শারদীয় প্রকাশনা পরিষদ।এক শোক বার্তায় পরিষদের প্রতিমা স্মরণিকার সম্পাদক চঞ্চল দাশগুপ্ত তার আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শোক :
কক্সবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর সত্যজিৎ সেন(বাচ্চু)র মৃত্যূতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু,সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু,যুগ্ম সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,ডা:পরিমল কান্তি দাশ,ডালিম বড়ুয়া,স্বপন গুহ,মুকুল কান্তি দাশ,জেলা আইনজীবি ঐক্য পরিষদ এর সদস্য সচিব এডভোকেট বাপ্পী শর্মা সহ জেলার সকল অঙ্গ সংগঠন সমুহ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,কক্সবাজারে ঐক্য পরিষদকে সুসংগঠিত করতে তার অবদানকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি। এছাড়া কর্মজীবনে তিনি একজন সৎ ও নির্লোভ হিসেবে প্রশংসিত ছিলেন।তার মৃত্যুতে আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

