কক্সবাজার শহরের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো: সালাহ্উদ্দিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

রোতাব চৌধূরী :: কক্সবাজার শহরের কালি বাড়ি, সরস্বতী বাড়ি,ইন্দ্রসেন দূর্গা বাড়ি,কৃষ্ণানন্দ ধামসহ বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) পূজামণ্ডপগুলোতে প্রতিমাতৈরীর সার্বিক কার‌্যক্রমসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন।

এ ছাড়া পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, কক্সবাজার সম্প্রীতির একটি ঐতিহ্যবাহী স্থান।

গতবছরের ন্যায় এবারও যথাযথ মর‌্যাদায় এবং সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায়ও নেওয়া হয়েছে নতুন উদ্ভাবনী ও প্রযুক্তিগত উদ্যোগ।

এ ছাড়া প্রতিটি পূজামন্ডপের সরকারি বরাদ্দ দ্রুত পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার,জেলা পূজা উদযাপন পরিষদের পরিষদের নেতৃবৃন্দসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবার জেলায় ১৫২টি প্রতিমা ও ১৬৫টি ঘট পূজাসহ মোট ৩১৭টি মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।