কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

রোতাব চৌধূরী :: কক্সবাজার জেলাব্যাপী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা মণ্ডপের প্রতিনিধিদের অংশগ্রহণে এসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সকল আইন-শৃংখলাবাহিনীর কঠোর নজরদারী থাকবে। পাশাপাশি কোনো ধরনের গুজব ছড়ানো ও অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।

এ ছাড়া প্রতিটি পূজা মণ্ডপে পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের ২৪ ঘণ্টার পাহারার ব্যবস্থা, নিজস্ব জেনারেটর ব্যবস্থা,সিসি ক্যামেরা স্থাপন এবং প্রতিমা তৈরির সময় ও পূজা শেষে মধ্য রাত থেকে সজাগ ও সতর্ক থাকতে সংশ্রিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দিন শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পৌর প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম,জেলা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ, দীপক শর্মা দীপু,দোলন ধর,অরুপ শর্মা,এডভোকেট বাপ্পি শর্মাসহ জেলা উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভার শুরুতে গত বছরের সিদ্ধান্তসমূহ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সজীব।

এ সময় জেলাব্যাপী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রস্তুতি, আর্থিক বরাদ্দ বৃদ্ধি,পূজার সময় মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পূজার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,স্বাস্থ্যসেবা,যানজট নিরসনে রাস্তাঘাটের উন্নয়ন,জরুরী মূহুর্তে যোগাযোগ ও যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা, স্ব স্ব স্বেচ্ছাসেবক টিম গঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু বলেন, কক্সবাজার জেলায় এবছর ৩১৭টি পূজা উদযাপিত হবে। যারমধ্যে ১৫২টি প্রতিমা পূজা ও ১৬৫টি ঘট পূজা।

এ ছাড়া পূজা মন্ডপে ভক্তিমূলক ও ধর্মীয় গান ছাড়া অপ্রাসঙ্গিক গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।