রাখাইনে আরসার সশস্ত্র হামলায় ১১৩ হিন্দু গণহত্যার ৮ম বার্ষিকীতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা রিপোর্ট(২৫ আগস্ট) :: কক্সবাজারের উখিার সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ২০১৭ সালের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) জঙ্গি সংগঠনের সন্ত্রাসী হামলায় নিহত ১১৩ জন হিন্দু ধর্মাবলম্বীর স্মরণে অষ্টম বার্ষিকী শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নিহতদের পরিবারের সদস্য, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ প্রায় ৩০০ মানুষ এই শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শোক প্রকাশ করেন এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

হিন্দু সহায়তা গ্রুপ নেতা (ইয়াঙ্গন) ইউ ইয়াগু নে মিন্ট সেই সময় বলেছিলেন, ২০১৭ সালের ২৪ ও ২৫ আগস্ট তারিখে টাউং গ্রাম এবং ইয়ে বক হিন্দু গ্রাম, খামাউং সেইক গ্রাম গ্রুপ, উত্তর মাং তাও টাউনশিপ থেকে শিশু ও মহিলা সহ ১১৩ জন হিন্দু গণহত্যা করা হয়েছে।

সেই হত্যাকাণ্ডের সঙ্গে ২৩ জন শিশু জড়িত ছিল, যার মধ্যে আট বছরের কম বয়সী ১৪ জন শিশু আছে।

স্থানীয় হিন্দু ধর্মীয় প্রশাসক উ খ্যি এ মং নিশ্চিত করেন যে, নিহতদের স্মৃতিসৌধে হিন্দু ধর্মীয় কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে আরাকান পিপলস গভর্নমেন্ট (এপিজি) নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

তিনি উল্লেখ করেন যে, পূর্ববর্তী সামরিক সরকারের আমলে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের অনুমতি মিলত না, বর্তমান স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।

হিন্দু কমিটির সদস্য ও অনুসারীরা আরাকান গণ বিপ্লবী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুষ্ঠান হতে দেওয়ার জন্য, সেই সাথে নিরাপত্তা ও সম্মান সহ উপস্থিত থাকার জন্য।

ছবি : ২০১৭ সালের ২৫ আগস্ট উখিয়ার কুতুপালংয়ে পোল্ট্রি ফার্মে আশ্রয় নেয়া হিন্দু শরনার্থীরা।

উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সশস্ত্র হামলায় মংডু টাউনশিপের দুইটি গ্রামে ১১৩ জন হিন্দু নিহত হন। এ ঘটনায় আতঙ্কিত প্রায় ৫৫০ জন হিন্দু ধর্মাবলম্বী ১১৭ পরিবার সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং বড়ুয়া পাড়ায় একটি পোল্ট্রি ফার্মে আশ্রয় নেয়। প্রায় একমাস ছোট পোল্ট্রি ফার্মে মানবেতর জীবন কাটানোর পর আরআরআরসি’র সহযোগীতায় বড়ুয়া পাড়া শ্বশানের পাশে ক্যাম্পে আশ্রয় দেয়া হয়। বর্তমানে ওই ক্যাম্পে প্রায় সাড়ে ৪শ হিন্দু ধর্মাবলম্বী অবস্থান করছে।

ছবি : ২০১৭ সালের ২৫ আগস্ট উখিয়ার কুতুপালংয়ে পোল্ট্রি ফার্মে আশ্রয় নেয়া হিন্দু শরনার্থীরা।