হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা সহ-সভাপতি ডা: চন্দন কান্তি দাশ আর নেই : শোক প্রকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ বিজ্ঞপ্তি(১১ আগস্ট ) :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ডা: চন্দন কান্তি দাশ পরলোকগমন করেছেন। (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)।

মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

তিনি ১১আগস্ট (সোমবার) সকাল ১০ টা ১২ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ICU তে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে ডা: চন্দন কান্তি দাশ এর মৃত্যুতে ঐক্য পরিষদের এক অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু,জেমসেন বড়ুয়া,অমর বিন্দু বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) ডা:পরিমল কান্তি দাশ, চঞ্চল দাশগুপ্ত,স্বপন গুহ, এড. রতন বড়ুয়া, এড.বাপ্পী শর্মা,মুকুল কান্তি দাশ,প্রকাশ সিকদার,স্বপন শর্মা রনি,চন্ডী আচার্য্য,দীপন বিশ্বাস,তপন ধর প্রমুখ।

এক শোক বার্তায় নের্তৃবৃন্দ বলেন- ডা: চন্দন কান্তি দাশ ছিলেন ঐক্য পরিষদের একজন নিবেদিত প্রাণ, মানবসেবায় নিয়োজিত এক অনন্য ব্যক্তিত্ব। শিক্ষা ও চিকিৎসা এবং সংগঠক সব ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনন্য। তিনি সবার কাছে প্রিয় পাত্র ছিলেন , যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার  আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর আত্মার সদগতি – চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।