মহাকুম্ভে ১৮ কোটিরও বেশি বোতল পানীয় বিক্রি করে বিশ্বরেকর্ড ‘কোকাকোলা’-র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা ডেস্ক(১ মে) :: মহাকুম্ভে এসেছিলেন রেকর্ড সংখ্যক পুণ্যার্থী। সঙ্গমে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক নদী সরস্বতীর পাশাপাশি বয়েছে আরও এক প্রবাহ, কোকাকোলা।

বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশে রেকর্ড পরিমাণ পানীয় বিক্রি করেছে বিশ্বের বৃহত্তম পানীয় সংস্থা।

মহাকুম্ভে এত বেশি পরিমাণে কোকাকোলা বিক্রি হয়েছে যে, চলতি আর্থিক বছরে সংস্থার প্রথম ত্রৈমাসিকের ফলাফলেও আলাদা করে উল্লেখ করা হয়েছে এই বিক্রির কথা।

আমেরিকার আটলান্টাতেও শোনা গিয়েছে প্রয়াগরাজের জয়ধ্বনি।

মহাকুম্ভের সময় কত কোকাকোলা বিক্রি হয়েছে? মহাকুম্ভের বিপুল জনগণের তৃষ্ণা মেটাতে গোটা সঙ্গম এলাকা জুড়ে কয়েকশো ‘রিফ্রেশমেন্ট জ়োন’ তৈরি করেছিল কোকাকোলা।

এ ছাড়া তারা প্রায় ১,৪০০টি মোবাইল স্টেশন স্থাপন করেছিল এবং ১০০টি কুলার-ডোর ওয়াল তৈরি করেছিল। তাদের দাবি এটাই একটা বিশ্ব রেকর্ড।

এর ফলে মহাকুম্ভমেলার দেড় মাসের মধ্যে ১৮ কোটিরও বেশি বোতল পানীয় বিক্রি করতে পেরেছে।

এই প্রথম কোকাকোলা কুম্ভমেলার মতো কোনও বড় আকারের ধর্মীয় অনুষ্ঠানে এত বড় আকারের উদ্যোগ নিয়েছিল কোকোকোলা সংস্থা।

তারা বলেছে, যদি প্রত্যেকে একটি বোতল করেও পানীয় খেয়ে থাকে, তাহলে কুম্ভমেলায় আগত সমস্ত দর্শনার্থীর প্রায় ২৭ শতাংশ অন্ততপক্ষে একটি করে কোকোকোলা খেয়েছেন বলা যায়।

এই বিপুল বিক্রির সংস্থার ত্রৈমাসিক ফলাফল পর্যালোনায় মহাকুম্ভের বিক্রির য়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এই ত্রৈমাসিকে ভারতে সংস্থার বিক্রি দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে কোকাকোলা।

তারা আরও জানিয়েছে এই সময়কালে তারা প্রায় ৩.৫ লক্ষ নতুন খুচরো বিক্রয়কেন্দ্র তৈরি করেছে।

কোকাকোলা সংস্থার সিইও জেমস কুইন্সি বলেছেন, ‘ভারতে আমাদের গ্লোবাল এবং লোকাল ব্র্যান্ডের পোর্টফোলিয়োতে আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে।

আমাদের সিস্টেমে প্রায় ৩,৫০,০০০ আউটলেট যুক্ত হয়েছে।’