প্রতিমা রিপোর্ট(১৫ মার্চ) :: স্বামী বিবেকানন্দের বাণী ‘জীবে সেবিছে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর’- এই স্লোগানকে সামনে রেখে রামকৃষ্ণ আশ্রম ও মিশন চট্রগ্রামের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে রামকৃষ্ণ আশ্রম ও মিশন চট্রগ্রামের উদ্যোগে পটিয়া উপজেলার গৈড়লা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২২টি জেলে পরিবারের ১৯০ জনের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
রামকৃষ্ণ দেবের সেবা ভাবনায় ভাবিত হয়ে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানান রামকৃষ্ণ আশ্রম ও মিশন চট্রগ্রামের সহ সাধারণ সম্পাদক শ্রী তাপস হোড় । তিনি জানান, পটিয়া উপজেলার গৈড়লা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি জেলে পরিবারের সব বসতবাড়ি ভস্মিভূত হয়ে যায়।
এত নগদ অর্থ সহ ২ কোটি টাকার ক্ষতি সাধিত হয় এবং খোলা আকাশের নিচে অর্ধহারে-অনাহারে দরিদ্র পরিবারগুলো বসবাস করছিল।
বিষয়টি বিবেচনায় নিয়ে রামকৃষ্ণ আশ্রম ও মিশন চট্রগ্রামের পক্ষ থেকে পরিবারগুলোকে সাহায্যের উদ্যোগ গ্রহণ করে। আজ আমরা ১৯০ জন অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, কম্বল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছি। আগমীতেও এর ধারা অব্যাহত থাকবে। এ কাজে সহায়তার জন্য সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও মিশন চট্রগ্রামের সৈন্যাসী স্বামী জীববানন্দ,হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চট্রগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এড,প্রদীপ দাশ সহ অন্যান্যরা।