প্রতিমা ডেস্ক(২১ ফেব্রুয়ারী) :: হিন্দুধর্ম অনুসারে মহাদেব ও পার্বতীর বিয়ের তিথিই মহাশিবরাত্রি নামে পরিচিত।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনই তাণ্ডব নৃত্য করেছিলেন ভোলেবাবা। এই বিশেষ দিনে মহাদেবের আরাধনা করার রীতি প্রচলিত রয়েছে।
চলতি বছরে আগামী ২৬ শে ফেব্রুয়ারি পালিত হতে চলেছে মহাশিবরাত্রি।
এমনিতেই সারাবছরে ১২ মাসে ১২ টি শিবরাত্রি (Shivaratri) পালিত হয়। যা মাসিক শিবরাত্রি নামে পরিচিত। এই দিনে ভক্তরা উপবাস এবং রীতি অনুসারে পুজো করে ভগবান শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন।
কিন্তু কখনও কখনও অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি, যা আমাদের প্রার্থনাকে বৃথা করে দিতে পারে। আপনি যদি শিবরাত্রিতে ভগবান শিবের আশীর্বাদ পেতে চান, তাহলে এই জিনিসগুলির বিশেষ যত্ন নিন।
- কালো পোশাক পরা এড়িয়ে চলুন
শিবরাত্রিতে সাদা, হলুদ বা হালকা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। কালো রঙকে নেতিবাচক শক্তির সাথে যুক্ত বলে মনে করা হয় এবং শিবপুজোর সময় এটি এড়িয়ে চলা উচিত।
- ভুল ফুল দেওয়া থেকে বিরত থাকুন
ভগবান শিবকে কিছু বিশেষ ফুল নিবেদন করা হয়, তবে শিবরাত্রির দিন কেতকী ফুল নিবেদন করা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই ফুলগুলি ভগবান শিবের কাছে অপ্রীতিকর বলে মনে করা হয় এবং পুজোয় নিষিদ্ধ। এর পরিবর্তে, শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করা শুভ বলে মনে করা হয়।
- তুলসী পাতা দেবেন না
শিবরাত্রির পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। তুলসী মাতাকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা অশুভ বলে মনে করা হয়।
- বেলপত্রের অপব্যবহার করবেন না
ভগবান শিব বেলপত্র খুব পছন্দ করেন। তবে মনে রাখবেন পুজোয় সর্বদা টাটকা এবং অখণ্ড বেলপত্র ব্যবহার করুন। পুরাতন বা খারাপ বেলপত্র নিবেদন করলে পুজোর ফল পাওয়া যায় না।
- দুধ দেওয়ার সময় এই ধাতুটি মনে রাখবেন
শিবলিঙ্গে দুধ নিবেদনের ঐতিহ্য অনেক পুরনো। তবে মনে রাখবেন যে দুধ নিবেদনের জন্য কেবল একটি তামার পাত্র ব্যবহার করা উচিত। পিতলের পাত্র থেকে দুধ নিবেদন করা শুভ বলে বিবেচিত হয় না।
- নারকেল জল দিয়ে অভিষেক করবেন না
শিবরাত্রিতে দুধ, জল, মধু, ঘি এবং দই দিয়ে ভগবান শিবকে অভিষেক করা উত্তম। তবে শিবলিঙ্গে নারকেল জল অর্পণ করা অশুভ বলে মনে করা হয়। তাই পুজোর সময় এটি ব্যবহার করবেন না।