মহাশিবরাত্রিতে ৩ গ্রহের দুর্লভ সংযোগ ৬০ বছর পর : নিয়ম মানলেই খুলবে ভাগ্যের দরজা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা ডেস্ক(১৪ ফেব্রুয়ারী) :: ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসে, ভগবান শিব ছাড়াও, দেবী সীতা, ভগবান কৃষ্ণ, দেবী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রের পুজো করার ঐতিহ্য রয়েছে।

১৩ ফেব্রুয়ারি থেকে ফাল্গুন মাস শুরু হয়েছে, ১৪ মার্চ ধুলান্দির মাধ্যমে শেষ হবে।

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হবে।

কথিত আছে, শিবরাত্রির দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল।

এ বছর চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১:০৮ মিনিটে। আর শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ মিনিটে।

এদিন রাত জেগে শিবের পুজো করার রেওয়াজ রয়েছে। তবে এবার শিবরাত্রিতে বিশেষ গ্রহের যোগ রয়েছে।

প্রায় ৬০ বছর পর, মহাশিবরাত্রিতে আবার তিনটি গ্রহের সংযোগ ঘটেছে। যেটি ১৯৬৫ সালে গঠিত হয়েছিল।

এবার শিবরাত্রিতে সূর্য, বুধ এবং শনি মকর রাশির চন্দ্রের উপস্থিতিতে একটি সংযোগ তৈরি করবে। যাতে অনন্য কাকতালীয় ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

শিবরাত্রির দিন সকাল থেকেই শিব মন্দিরে ভক্তদের ভিড় জমে, দিনব্যাপী পুজো হয়। অনেকে এই দিনে বাড়িতে রুদ্রাভিষেকও করান।

তবে মহাশিবরাত্রির সময় চারটি প্রহরের পুজো খুবই গুরুত্বপূর্ণ, যাতে অর্থ সম্পত্তি উপচে পড়ার যোগ থাকে।

এদিকে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস। হিন্দুধর্মে ফাল্গুন মাসকে মাঘ মাসের মতো শুভ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই মাসে দান করলে শুভ ফল পাওয়া যায়। এদিকে এখন আবার চলছে মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর অন্তর অন্তর মহাকুম্ভ হয়।

১৩ জানুয়ারী থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। মাঘ-ফাল্গুন মাস জুড়ে চলছে মহাকুম্ভ মেলা।