প্রতিমা ডেস্ক(১৩ জানুয়ারি) :: অপেক্ষার অবসান। সোমবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থী এসে স্নান সারবেন প্রয়াগরাজে।
সেই উদ্দেশ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১২ বছর অন্তত হয় এই মহাকুম্ভ।
হিন্দু শাস্ত্র মতে, সমুদ্র মন্থন থেকে যে অমৃত বের হয়েছিল তা পেতে ১২ বছর ধরে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল।
এই যুদ্ধের সময় যেখানে কলশ থেকে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়।
১২ বছর ধরে যুদ্ধ চলার কারণে প্রতি ১২ বছরে একবার মহাকুম্ভ আসে। মহা কুম্ভের বিশেষ স্নান ‘শাহি স্নান’ নামে পরিচিত। এই বছরেও রয়েছে সেই যোগ।
এটি ভারতের চারটি প্রাচীন শহর হরিদ্বার, নাসিক, প্রয়াগরাজ এবং উজ্জয়নে আয়োজিত হয়।
এই সঙ্গমের পবিত্র জলে স্নান ও উপাসনার সবচেয়ে বড় সুযোগ বলেই মনে করেন পুণ্যার্থীরা।
মহা কুম্ভের ছয়টি শাহি স্নান কখন হবে?
প্রয়াগরাজ কুম্ভমেলায় ছয়টি রাজকীয় স্নান হবে।
মহাকুম্ভ মেলার প্রথম রাজকীয় স্নান অনুষ্ঠিত হবে ১৩ই জানুয়ারি। অর্থাৎ ১৩ জানুয়ারি সোমবার।
দ্বিতীয় শাহী স্নান হবে মকর সংক্রান্তিতে ১৪ জানুয়ারি ২০২৫,
তৃতীয় শাহী স্নান হবে মৌনী অমাবস্যায় ২৯ জানুয়ারি ২০২৫,
চতুর্থ শাহী স্নান হবে বসন্ত পঞ্চমীতে ২ ফেব্রুয়ারি ২০২৫, পঞ্চম শাহী স্নান হবে মাঘ তারিখে। ১২ ফেব্রুয়ারি ২০২৫-এ পূর্ণিমা এবং
শেষ শাহী স্নান হবে ২৬ ফেব্রুয়ারি ২০২৫-এ মহাশিবরাত্রিতে।
১৪৪ বছরে মহাকুম্ভে এই শুভ যোগ
১৪৪ বছর পর এই মহাকুম্ভে রয়েছে এক বিরল যোগ।
এই দিনে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি গ্রহের শুভ অবস্থান তৈরি হচ্ছে যা সেই সময়ে সমুদ্র মন্থনের সময়ও তৈরি হয়েছিল।
এছাড়াও, মহাকুম্ভে রবি যোগ গঠিত হতে চলেছে।
রবি যোগল সকাল ৭ টা ১৫ মিনিট থেকে শুরু হবে এবং ১০টা ৩৮ মিনিটে শেষ হবে।
এই দিনে, ভাদ্রাবস যোগের একটি কাকতালীয়ও রয়েছে এবং এই যোগে ভগবান বিষ্ণুর উপাসনা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়।