এ বছর দীপান্বিতা লক্ষ্মীপুজা কবে? পুজোর শুভ মুহূর্ত কখন? জানুন পঞ্জিকা কী বলছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা ডেস্ক(২৫ অক্টোবর) :: কোজাগরী লক্ষ্মীপুজো বেশি পরিচিত ও জনপ্রিয় হলেও মূলত এদেশীয় বা পশ্চিমবঙ্গীয়দের ঘরে পূজিতা হন দীপান্বিতা লক্ষ্মীদেবী।

বাংলার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলিতে বেশি প্রচলিত দীপান্বিতা লক্ষ্মীপুজো।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় কালীপুজো৷ এ বছর শ্যামাপূজার তিথি পড়েছে ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর৷

দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিটে। অমাবস্যা তিথি থাকবে ১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬.১৬ পর্যন্ত।

কালীপুজো অনুষ্ঠিত হয় মধ্যরাতে। তাই ৩১ অক্টোবর গভীর রাতে পূজিতা হবেন দেবী কালী।

কালীপুজোর নিশীথপূজার সময় রাত ১১.৪৭ থেকে ১২.৩৯ পর্যন্ত।

কালীপুজোর রাতে শুধুই শ্যামাদেবী নন। পূজিতা হন ধনসম্পদের দেবী লক্ষ্মীও। বাঙালি ঘরে এই পুজো পরিচিত দীপান্বিতা লক্ষ্মীপুজো নামে।

কোজাগরী লক্ষ্মীপুজো বেশি পরিচিত ও জনপ্রিয় হলেও মূলত এদেশীয় বা পশ্চিমবঙ্গীয়দের ঘরে পূজিতা হন দীপান্বিতা লক্ষ্মীদেবী।

বাংলার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলিতে বেশি প্রচলিত দীপান্বিতা লক্ষ্মীপুজো। বাংলার বাইরেও দীপাবলিতে পূজিতা হন দেবী লক্ষ্মী এবং পূজিত হন গণপতি।

কোজাগরী লক্ষ্মীপুজো যেমন পূর্ণিমায় হয়, দীপান্বিতা লক্ষ্মীপুজো হয় অমাবস্যায়। যে পঞ্জিকা আপনি অনুসরণ করেন, সেই পঞ্জিকায় কার্তিক অমাবস্যা যত ক্ষণ আছে, তার মধ্যে দীপান্বিতা লক্ষ্মীপুজো করুন।

অনেক পরিবারে দীপান্বিতা লক্ষ্মীপুজোর আগে অলক্ষ্মী বিদায়ের একটি পর্ব থাকে। আবার অনেক পরিবারে শুধুই দীপান্বিতা লক্ষ্মী পূজিতা হন।

দীপান্বিতা লক্ষ্মীপুজোও শুধু প্রদোষে বা সন্ধ্যায় হয়। সেদিক থেকে এ বছর ৩১ অক্টোবর বা ১ নভেম্বর অমাবস্যা তিথি থাকতে থাকতে সন্ধ্যায় এই পুজোর আয়োজন করতে হবে।

মনে করা হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো করলে সংসার থেকে বাধা বিঘ্ন অশান্তি দূর হয়ে শ্রী, সৌভাগ্য ও ধনসম্পদের বর্ষা হয়।

দীপাবলির দিন এই কাজগুলি করলে মা লক্ষ্মীর আশীর্বাদের হাত থাকবে আপনার ওপর

 

হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলেই এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন।

চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। এই দিন মা লক্ষ্মী, ভগবান কুবের ও গণেশের পুজোর আয়োজন করা হয়।

এই দিন এমন অনেক কাজ আছে সেগুলি করলে মা লক্ষ্মী বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। এমনকি ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। যদি আপনি মায়ের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই কাজগুলি করুন। এতে ঘরে আপনার সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। দেখুন কী কী করবেন।

  • দেবী লক্ষ্মীকে এগুলি দান করুন

দেবী লক্ষ্মীকে খুশি করতে দীপাবলির দিন মাকে ১১ টি ১ টাকার কয়েন, ২১ টি কড়ি, ২৫ গ্রাম হলুদ ও সর্ষে নিবেদন করুন। পরের দিন লাল কাপড়ে বা হলুদ কাপড় এগুলি বেঁধে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এমনকি ভাগ্যের দ্বার খুলবে।

  • এই গাছের শিকড়ের পুজো করুন

দেবী লক্ষ্মীর কৃপা পেতে দীপাবলির দিন আপনি অশোক গাছের শিকড়ের পুজো করুন। এতে ধন-সম্পদ হুহু করে বাড়বে। শুধু তাই নয়, জীবনে যে অর্থ সংকট ছিল তাও কেটে যাবে। ব্যবসা-বাণিজ্যেও আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন।

  • দারিদ্র ব্যক্তিদের এগুলি খাওয়ান

দীপাবলিতে কোনও দারিদ্র্য ব্যক্তিকে আঁখ বা মিষ্টি খাওয়ান। এতে আপনার জীবনে যে জটিল সমস্যা রয়েছে বা আইনি কোনও সমস্যায় আপনি যদি আটকে থাকেন, তা থেকে বের হতে পারবেন। শুধু তাই নয় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

  • কলসিতে জল ভরে রাখুন

আর্থিক লাভের জন্য দীপাবলির দিন একটি নতুন কলসি কিনে তাতে জল ভরে রান্না ঘরে রেখে দিন। এতে মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণু ও খুব খুশি হন। এতে অন্নপূর্ণা দেবীও খুশি হন। যে ক্ষেত্রে আপনার আর্থিকদিকে লাভ হবে। এমনকি জীবনে সুখ বজায় থাকবে।

  • দরজার সামনে এটি লিখুন

এমন অনেকেই রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পরেও ভালো অর্থ উপার্জন করতে পারেন না। তাই তারা কিন্তু অর্থ উপার্জনের জন্য চাল ও হলুদ একসঙ্গে পেস্ট করে বাড়ির মূল দরজার সামনে ‘ওম’ লিখুন। এতে ঘরে মা লক্ষ্মীর আগমন হবে এবং আপনি অনেক পয়সা উপার্জন করতে পারবেন।