প্রতিমা রিপোর্ট(২৪ আগষ্ট) :: কক্সবাজার জেলা শ্রী শ্রী জন্মাষ্টমীর শোভযাত্রা এবছর হচ্ছে না।
তবে উৎসবের ব্যয়ের টাকা দেশের ১১ জেলায় বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক সভায় এই সিন্ধান্ত নেয়া হয়।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতি ও বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে, কক্সবাজার জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি এবারের জন্মাষ্টমীতে র্যালি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা না করার সিদ্ধান্ত নিয়েছে।
এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুধু পূজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত র্যালির টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় হবে।
এ ব্যাপারে জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন জানান, মানুষ বাঁচলে আবার জন্মাষ্টমী উৎসব উদযাপন করা যাবে। এবার আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো। আমাদের র্যালির ব্যয় ও বাড়তি ফান্ড করে বন্যার্তদের জন্য পাঠাবো।

