প্রতিমা ডটকম(৩০ জুলাই) :: প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়।
জন্মাষ্টমীর এই বিশেষ দিনে মানুষ উপবাস করেন।
পাশাপাশি এদিন মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করেন।
তবে জ্যোতিষ শাস্ত্র মতে, চলতি বছরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র মতে, জন্মাষ্টমীতে এই জয়ন্তী যোগের পাশাপাশি সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে। এই সময় যে কাজই করুন না কেন, সফলতা পাবেনই এমনই ধর্মীয় বিশ্বাস।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চলতি বছরে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার, ২৬শে আগস্ট ভোর ৩টে ৩৯ মিনিটে।
এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার, ২৭শে আগস্ট সকাল ২টো ১৯ এ শেষ হবে। উদয়তিথির ভিত্তিতে আগামী ২৬ শে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব।
এবছর জন্মাষ্টমীতে গঠিত জয়ন্তী যোগ সম্বন্ধে জ্যোতিষবিদরা বলছেন, জন্মাষ্টমীতে এই শুভ যোগ তৈরি হচ্ছে।
জয়ন্তী যোগ মানে দ্বাপর যুগে যখন ভগবান শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময়ে যে যোগ তৈরি হয়েছিল, সেই যোগ এবারের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে। একেই জয়ন্তী যোগ বলা হচ্ছে।
তবে পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান শ্রী কৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন।
এই বছরও, শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র ২৭শে আগস্ট বিকেল ৩টে ৫৫ মিনিট থেকে ৩টে ৩৮ মিনিট পর্যন্ত থাকবে। এবারও জন্মাষ্টমীর দিন চন্দ্র থাকবে শুধু বৃষ রাশিতে।
জন্মাষ্টমীত সর্বার্থ সিদ্ধি যোগ সম্বন্ধে বলা হচ্ছে, এই যোগও ২৬ শে আগস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হবে।
সেই দিন, সর্বার্থ সিদ্ধি যোগ হবে ২৭শে আগস্ট বিকেল ৩টে ৫৫ মিনিট থেকে ৫টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে। তবে এ বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় ৪৫ মিনিট।
২৬শে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল ১২ টা ১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।
যারা উপবাস পালন করবেন তারা রাত ১২টা ০১ মিনিট থেকে বাল গোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন।

