রাম মন্দির সেজে উঠছে ফুলের মালায়, প্রকাশ্যে অন্দরমহলের ফার্স্ট লুক(ভিডিও সহ)

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা ডটকম(২০ জানুয়ারি) :: রাম ভক্তদের আর যেন তর সইছে না। মাঝে আর মাত্র দু’দিন। তারপরই অযোধ্যায় মহোৎসব। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের।

সাজিয়ে তোলা হচ্ছে রামলালার মনমুগ্ধকর মূর্তি। ৫১ ইঞ্চির গ্রানাইট পাথরে নির্মিত মূর্তির ফার্স্ট লুক ইতিমধ্যেই ভাইরাল।

এবার প্রকাশ্যে এল রাম মন্দিরের অন্দরসজ্জার ছবি। যেগুলি দেখে লাইক, শেয়ার এবং কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন রাম ভক্ত নেটিজেনরা।

দুরদর্শনের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এক্সক্লুসিভ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের অন্দরমহলের ছবি। ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে রাম মন্দির। চলছে ফিনিশিং টাচ।

শ্বেতশুভ্র মার্বেলে তৈরি অযোধ্যার রাম মন্দিরের অন্দরমহলের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠে ক্যামেরা প্রবেশ করেছে রাম মন্দিরের ভিতরে।

ঝলমলে আলোয় সেজে উঠেছে রাম মন্দির। প্রতিটি পিলারে লাগানো হয়েছে আলো, ফুলের মালা। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মইয়ে উঠে সেই ফুলের মালাগুলি লাগাতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন কর্মীকে।

রাম মন্দিরের অসাধারণ ভাস্কর্য দেখে স্পেলবাউন্ড হয়েছেন নেটিজেনরা। দুরদর্শনের পোস্ট করা সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এক্সক্লুসিভ স্নিক পিক ইনসাইড রাম মন্দির।’

শ্রমিকদের শৈল্পিক কাজ, কারুকার্য এবং ভাস্কর্যের একটি ঝলক পাওয়া গিয়েছে রাম মন্দিরের এই ভিডিয়োতে। এই শিল্প ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের পরিচয় বহন করছে বলেই ক্যাপশনে উল্লেখ করেছে দুরদর্শন।

জানা গিয়েছে, রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহের উৎসব শুরু হবে ২২ জানুয়ারি ঠিক দুপুর সাড়ে ১২টা নাগাদ। গত ১৬ জানুয়ারি থেকেই প্রাণ প্রতিষ্ঠা উৎসব শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। এক সপ্তাহ ধরে চলছে নানা অনুষ্ঠান। পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বাধীন একটি দল প্রাণ প্রতিষ্ঠার মূল আচার পালন করবেন।

রাম মন্দিরের গর্ভগৃহে ইতিমধ্যেই রামলালার মূর্তি স্থাপিত হয়েছে। ৫১ ইঞ্চির মূর্তিটি রামলালার পাঁচ বছর বয়সী রূপ ফুটিয়ে তুলেছে। এই মূর্তি নির্মাণ করেছেন মাইসোরের ভাস্কর্যশিল্পী অরুণ যোগীরাজ।

শুক্রবারই প্রকাশ্যে আসে মূর্তিটির ফার্স্ট লুক। নিষ্পাপ হাসি এবং প্রসন্ন মুখের সেই মূর্তি দেখে মুগ্ধ রাম ভক্তরা। রামলালার মূর্তির সঙ্গেই রয়েছে সোনার তির-ধনুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের মূল অতিথি। তিনিই প্রাণ প্রতিষ্ঠা উৎসবের মুখ্য যজমান। সঙ্গে গর্ভগৃহে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিল্পপতি মুকেশ আম্বানি, মেগাস্টার অমিতাভ বচ্চন এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের মতো অতিথিরা থাকবেন অযোধ্যার মহোৎসবে।

আট হাজারেরও বেশি অতিথিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ জানুয়ারি সমস্ত সরকারি অফিস, দফতর, স্কুল-কলেজে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার।