সংবাদ বিজ্ঞপ্তি(২০ অক্টোবর) :: প্রতি বছরের মতো চলতি বছরও শারদীয়া দুর্গাপুজা ২০২৩ উপলক্ষে প্রকাশিত হয়েছে “প্রতিমা” ম্যাগাজিনের ২০ তম সংখ্যা।
শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত চট্রগ্রামস্থ দেওয়ানজী পুকুর পাড়স্থ নিজ অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে “প্রতিমা” ম্যাগাজিনের ২০ তম সংখ্যা মোড়ক উন্মোচন করেন।
এ সময় বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ চট্রগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়,কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,আমিত বাবু পাশে ছিলেন।
মোড়ক উন্মোচনকালে রানা দাশগুপ্ত বলেন, এই ধরনের সৃজনশীল কর্মকাণ্ড সুষ্ঠু সমাজ বিনির্মানে অবদান রাখবে। পাশাপাশি হিন্দু ধর্ম বিষয়ে মানুষের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবে। এসময় তিনি প্রতিমা ম্যাগাজিনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০০৪ সাল থেকে নিয়মিত প্রতিমা স্মরণিকা প্রকাশ করে আসছে শারদীয় প্রকাশনা পরিষদ।এবছর এর সমারণিকার ২০তম সংখ্যা প্রকাশিত হলো।


