সংবাদ বিজ্ঞপ্তি(১০ আগস্ট) :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি,সাবেক ট্রাষ্টি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু’র মাতা মঞ্জু রানী বড়ুয়া আর নেই। (অনিচ্চা বথ সাংখারা) ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯ টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮২ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।
পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা সরণিস্থ (পুরাতন সায়মান রোড) সুবিকাশ বড়ুয়া’র সহধর্মিণী।
মঞ্জু রানী বড়ুয়া অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও জাপান প্রবাসী অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু, তরুণ উদ্যোক্তা সুভাসিশ বড়ুয়া পিকু এবং কক্সবাজার শহরের ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা বড়ুয়া ও জাপান প্রবাসী লিনা বড়ুয়া’র মাতা।
শুক্রবার ১১ আগস্ট দুপুর ২ টায় কক্সবাজার শহরের মোহাজের পাড়া বৌদ্ধ মন্দিরে মঞ্জু রানী বড়ুয়া’র শেষকৃত্য অনুষ্ঠান করা হবে বলে পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া’র জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু জানিয়েছেন।
এদিকে মঞ্জু রানী বড়ুয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহসভাপতি উদয় শংকর পাল মিঠু,ডা: চন্দন কান্তি দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক ডা: পরিমল কান্তি দাশ,চঞ্চল দাশগুপ্ত,স্বপন গুহ,জেমসেন বড়ুয়া,এড.বাপ্পী শর্মা,মুকুল কান্তি দাশ, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি দীপ্তি শর্মা প্রমুখ।
এক শোক বার্তায় নের্তৃবৃন্দ বলেন- শ্রদ্ধেয় মঞ্জু রানী বড়ুয়া’র আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর আত্মার সদগতি – চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

