পর্যটন শহর কক্সবাজারে জগন্নাথদেবের রথযাত্রায় সমবেত হাজার-হাজার ভক্তবৃন্দ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা রিপোর্ট(২০ জুন) :: শ্রী শ্রী জগন্নাথদেবের রথকে স্পর্শ করে আত্মা শুদ্ধ করবে ভক্তরা। তিনটি ফোল্ডিং রথ এর দড়ি টেনেন নর-নারী, কিশোর-কিশোরী, যুবক বৃদ্ধসহ সকল বয়সের হাজার-হাজার ভক্ত।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রার’ এ দৃশ্য দেখা গেছে মঙ্গলবার (২০ জুন) ইসকন কক্সবাজার মন্দির সংলঘ্ন গোলদিঘীপাড়ের রাস্তায়।

ভক্তিমূলক ধ্বনি উচ্চারিত হয় সবার মুখে মুখে। কপালে তিলক দিয়ে শাড়ি, ধুতি, নানা রঙের পোশাকে সেজেছে পূণ্যার্থীরা।

জগন্নাথকে উৎসর্গ করতে কিনে নিয়ে এসেছে কলা, আপেল, আম ও বিভিন্ন ধরণের ফল। ধীরে ধীরে এগুতে থাকে রথ।

রথের সঙ্গে ভক্তরাও কীর্তন করে এগিয়ে যায়। সেই সঙ্গে এ উৎসবের রঙ ছড়িয়ে পড়ে পুরো পর্যটন নগরীতে।

কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ শ্রী শ্রী রাধা দামোদর মন্দির থেকে শুরু হয়ে রথযাত্রা র‌্যালী সুবিশাল রথসহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবনী পয়েন্ট হয়ে আইবিপি মাঠস্থ শ্রী শ্রী হরি মন্দিরে এসে শেষ হয়।

May be an image of 11 people and text

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ ইসকন মন্দিরে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও রাতে ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন।

এ উপলক্ষে বিকেলে শহরের গোলদিঘীর পাড় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের উন্নয়ন কমিটির সভাপতি ঝন্টু ধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ,জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট রনজিত দাশ,জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সা:সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কর,কক্সবাজারস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী সহ জেলা পূজা পরিষদের নেতৃবৃন্দ।

২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

May be an image of 1 person, crowd and text