রথযাত্রা উৎসবের কীভাবে সূচনা হয়েছিল ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা ডেস্ক(১০ জুন) :: রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে’ – অর্থাৎ, রথে উপবিষ্ট জগন্নাথদেবকে যিনি দর্শন করেন, তাঁর পুনর্জন্মের ভাবনা থাকে না। ঠিক সেই টানেই যে এত মানুষ রথের উন্মাদনায় নিজেকে ভাসিয়ে দেন একথা বলা ভুল। বরং বলা যেতে ধনী-দরিদ্র নির্বিশেষে মানুষের সঙ্গে একাত্ম হওয়ার যোগসূত্র এই রথযাত্রা উৎসব। যার নিমিত্ত স্বয়ং জগন্নাথ। স্রেফ পুরীধাম নয়, বাংলাদেশ সহ দেশবিদেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হয় রথযাত্রা উৎসব। কিন্তু এই রথযাত্রার সূচনা হয়েছিল ঠিক কীভাবে? আসুন শুনে নেওয়া যাক।