সংখ্যালঘুদের জন্য সরকারি দলের দেওয়া প্রতিশ্রুতিগুলোর একটিও বাস্তবায়ন হয়নি : রানা দাশগুপ্ত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা শাখার বিশেষ বর্ধিত সভা ২৭ মে শুক্রবার শহরের বিভূত ভূষন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি এড.দীপংকর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনা সভায় প্রধান অতিথি ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম মহানগর ঐক্য পরিষদের সা:সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি রুবেল পাল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সাবেক সভাপতি এড. রনজিৎ দাশ।

বর্ধিত সভায় প্রধান অতিথি রানা দাশ গুপ্ত বলেন, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অস্তিত্বকে যাঁরা রক্ষা করবেন—এই আশায় আমরা যাঁদের নির্বাচিত করি, সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের একটি বিরাট অংশই আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের উপাসনালয়ে হামলা-ভাংচুর, সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল করেছেন। আমাদের ওপর নির্মম অত্যাচার করেছেন। এই বাস্তব অভিজ্ঞতায় বলতে চাই, দেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা অস্তিত্বের সংকটে ভুগছে।’

তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের জন্য সরকারি দলের দেওয়া প্রতিশ্রুতিগুলোর একটিও শতভাগ বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় গিয়ে তা বেমালুম ভুলে গেছে। ফলে সামনের দিনগুলোতে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার, অবিচার ও নিপীড়ন বাড়তে পারে। বৈষমের কারণে এই সম্প্রদায়ের মানুষের সংকট মাত্রা ছাড়ানোর আশঙ্কা করছেন। ফলে দিন দিন সংখ্যালঘুশূন্য হবে এই জনপদ। তাই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাত দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই ।

ঐক্য পরিষদের বিশেষ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সাধারন সম্পাদক বেন্টু দাশ, ঐক্য পরিষদের সহসভাপতি উদয় মংকর পাল মিঠু,জেমসেন বড়ুয়া, কমিশনার রাজবিহারী দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক ডা.পরিমল কান্তি দাশ,স্বপন শর্মা রনি,এড.বাপ্পী শর্মা,মহিলা ঐক্য পরিষদের সভাপতি দিপ্তী শর্মা,আদিবাসি ফোরামের সভাপতি মংথেলা রাখাইন,রতন কান্তি দে,পরিতোষ দত্ত,অজয় আচার্য্য,বলরাম দাশসহ জেলা -উপজেলা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে পয়াত এড. পীযুষ চৌধুরীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।