প্রতিমা রিপোর্ট :: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ জাতীয় নির্বাচনের ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে কক্সবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের পরিচালনায় এ অনশন কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুই আশার বানী শুনিয়েছে কিন্তু অদ্যাবধি নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির কোনোটি পূরণ করেনি। এই দেশ সবার, সব জাতির মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। একই দেশে জন্মগ্রহণ করে রাষ্ট্রের প্রতিটি কাজে সমদায়িত্ব পালন করলেও আমরা কেন আজ বারবার একটি কথা দিয়েই বিবেচিত হই সংখ্যালঘু। আমরা সংখ্যালঘুর তিরস্কার নিয়ে বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক হিসেবে।
এছাড়াও বক্তারা ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি যেমন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। তাই আমরা সোচ্চার ও দীপ্ত কণ্ঠে বলতে চাই আমরা এদেশের নাগরিক এদেশের সমঅধিকার নিয়েই বাঁচতে চাই। সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহারের সঠিক বাস্তবায়ন চাই।
গণঅনশন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক বেন্টু দাশ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি ডা: চন্দন দাশ, যুগ্ম সাধারন সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, সদর উপজেলা ঐক্য পরিষদের আহবায়ক ডা:পরিমল কান্তি দাশ,মহেশখালী উপজেলা ঐক্য পরিষদের সভাপতি জেমসেন বড়ুয়া, চকরিয়া উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক দীপ্তি শর্মা,সদস্য সচিব মা টিন টিন রাখাইন,সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা,সাধারন সম্পাদক বলরাম দাশ অনুপম,সদর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক দাশ,জেলা আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক মংথেলা রাখাইন,জেলা ঐক্য পরিষদের নেতা ডা: পুলিন দে,পরিতোষ দত্ত,কিশোর বড়ুয়া,আশীষ বেদজ্ঞ,শাওন চক্রবর্তী,উতসবময় চৌধূরী,তপন ধর,শুভ দাশ,চকরিয়া পৌর ঐক্য পরিষদের সভাপতি নারায়ন কান্তি দাশ, সাধারণ সম্পাদক সুনিফদিাশ সৌরভ,প্রসেনজিত ধর রুবেল,সুজয় দাশ প্রমুখ।