কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা রিপোর্ট :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ জুলাই গণমাধ্যমে এ কমিটির তালিকা পাঠানো হয়।

জানা যায়, ২০২১ সালের ১০ ডিসেম্বর সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে বিদায়ী সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।

ওই সম্মেলন ও কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে উজ্জ্বল কর নতুন সভাপতি ও বেন্টু দাশ নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রিয় পূজা উদযাপন পরিষদ এর সভাপতি জে এল ভৌমিক ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার ১৬ জুলাই কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিলেন।

৮১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হয়েছে- অধ্যাপক অজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, স্বপন পাল (নাজির),সুদাম কান্তি দাশ (চকরিয়া), স্বরূপম পাল পাঞ্জু, দীপক শর্মা দীপু।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- কাঞ্চন দাশ, স্বপন দাশ, মিটন পাল।

কোষাধ্যক্ষ হয়েছেন-স্বপন গুহ এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন সুবির চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মিটন দাশ মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব মল্লিক শুভ।

দপ্তর সম্পাদক হয়েছেন- প্রিতম ধর, সহ-দপ্তর সম্পাদক শুভ দাশ।

প্রচার সম্পাদক হয়েছেন- অজিত কুমার দাশ হিমু, সহ-প্রচার সম্পাদক শিপন পাল।

গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন- দুলাল দাশ, সহ-গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক রাকেশ দে।

শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন-হিল্লোল দাশ, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক রুবেল শর্মা।

সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন-প্রদীপ পাল, সহ-সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দাশ দেবু।

সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন-সাগর পাল সাজু, সহ-সমাজ কল্যাণ সম্পাদক রণি ভট্টচার্য্য।

গনসংযোগ সম্পাদক হয়েছেন-মান্না দে, সহ-গনসংযোগ সম্পাদক অপু দাশ (অগন্তক)।

আইন বিষয়ক সম্পাদক হয়েছেন-এডভোকেট বিমল কান্তি দে, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট টুটুল পাল।

ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক হয়েছেন-রাধা গোবিন্দ দাশ ব্রহ্মচারী, সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক তনয় দাশ সবুজ।

মহিলা সম্পাদক হয়েছেন-দীপ্তি শর্মা, সহ-মহিলা সম্পাদক শ্রীমতি সোমা দাশ।

পূজা বিষয়ক সম্পাদক হয়েছেন-মিঠুন কান্তি দে ভুলোক, সহ-পূজা বিষয়ক সম্পাদক প্রসেনজিত সেন বাপ্পা।

কার্যকরী সদস্য হয়েছেন-বাবুল শর্মা(ট্রাস্টি), অলক ভট্টচার্য্য, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, ডাঃ চন্দন দাশ, সুশান্ত পাল বাচ্চু (রামু), ডাঃ পরিমল কান্তি দাশ, বিশ্বজিত পাল বিশু, এডভোকেট প্রতিভা দাশ, এডভোকেট সেবক পাল,দিব্যেন্দু পাল অপু, বুলবুল তালুকদার, চঞ্চল দাশ গুপ্ত(সাংবাদিক), এডভোকেট বাপ্পি শর্মা (কক্সবাজার সদর), তপন দাশ (কক্সবাজার পৌরসভা), মাষ্টার ব্রজ গোপাল ঘোষ (মহেশখালী), শিব পদ ভট্টচার্য্য (টেকনাফ),মৃনাল আচার্য্য (ঈদগাঁও), স্বপন শর্মা রণি (উখিয়া), অধ্যাপক সমির কান্তি দাশ (কুতুবদিয়া), তপন কান্তি দাশ (চকরিয়া), সুমন বিশ্বাস (পেকুয়া), তপন মল্লিক (রামু),টিটু বশাক(চকরিয়া), শান্তি লাল নন্দি (মহেশখালী), ডাঃ সনজিত দাশ (ঈদগাঁও), দুর্জয় দে, সুজিত কান্তি দাশ, এডভোকেট অশোক আচার্য্য (ঈদগাঁও), তপন ধর, শৈবাল পাল, শাওন চক্রবর্তী জনি,শিমুল পাল, ডাঃ মৃদুল কান্তি নাথ,রূপন মল্লিক, প্রদীপ দাশ (চকরিয়া), সজল দাশ, সজিব দাশ, রাকেশ ধর, মিপ্র দাশ মিশু, জয় বৈদ্য, রতন দেওয়ানজী, খোকন দাশ, সজল কান্তি দে (ঈদগাঁও)।