সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির দাবীতে কক্সবাজার ও চকরিয়ায় ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ বিজ্ঞপ্তি :: আওয়ামীলীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবীতে কক্সবাজার ও চকরিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ।

১৬ জুলাই শনিবার বিকাল ৪ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বাবুল শর্মা,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি উদয় শংকর পাল মিঠু,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কর, জেলা ঐক্য পরিষদের সহ সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ,অমর বিন্দু  বড়ুয়া,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বেন্টু দাশ,সদর উপজেলা ঐক্য পরিষদের আহবায়ক ডা:পরিমল কান্তি দাশ,মহিলা ঐক্য পরিষদের আহবায়ক দীপ্তি শর্মা,সদস্য সচিব মা টিন টিন রাখাইন,শহর ঐক্য পরিষদের আহবায়ক স্বপন গুহ,সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা,সাধারন সম্পাদক বলরাম দাশ অনুপম,সদর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক দাশ,ঐক্য পরিষদের সদস্য এডভোকেট প্রতিভা দাশ,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনি ধর,ইসকন কক্সবাজারের প্রতিনিধি অমল হরি কৃষ্ঞ দাশ,উখিয়া উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুমন শর্মা, মহেশখালী উপজেলা ঐক্য পরিষদের সহসভাপতি কমল কৃষ্ঞ ঘোষ,হিন্দু মহাজোট জেলা সভাপতি মিল্টন দাশ মিন্টু,নির্বাহী সভাপতি বিপ্লব মল্লিক শুভ,জেলা আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক মংথেলা রাখাইন,সদর উপজেলা ঐক্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক অজয় আচার্য্য,ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য সচিব জয় বড়ুয়া প্রমুখ।

বক্তারা আসন্ন নির্বাচনের আগে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনসহ ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরদাবী জানান। তা নাহলে ঐক্য পরিষদ ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে। পরে এক বিক্ষোভ মিছিল পৌরসভা চত্তর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে গোলদীঘিপাড় চত্বরে গিয়ে শেষ হয়।

উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, ঐক্য পরিষদের সদস্য অধ্যক্ষ অজিত দাশ,সুগত বড়ুয়া,তপন দত্ত,মহেশখালী উপজেলা ঐক্য পরিষদের সভাপতি জেমসেন বড়ুয়া,সাধারন সম্পাদক রতন কান্তি দে,সদর উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক পরিতোষ দত্ত, জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চন্ডি আচার্য্য,সদস্য সুব্রত দত্ত,উতসবময় চৌধূরী,শিউলি শর্মা,মৃদুল মল্লিক,সোহেল বড়ুয়া,সজল দাশ,সাগর পাল সাজু,সুমন চৌধূরী আগুন,সুমন কান্তি দে,বাবলা পাল,সবুজ কান্তি শীল, প্রচার সম্পাদক তপন ধর,সহ প্রচার সম্পাদক জ্যোতি মল্লিক বাবু প্রমুখ।

No description available.

এদিকে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির দাবীতে চকরিয়া শহরেও সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ।

১৬ জুলাই শনিবার বিকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখা সভাপতি রতন বরণ দাশ এর সভাপতিত্বে এবং পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সুনিপ দাশের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।

এতে প্রধান বক্তার বক্তব্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ বলেন,আওয়ামীলীগের ভিতর ঘাপটি মেরে থাকা সেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আগে চিহ্নিত করতে হবে, না হলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া কখনও সম্ভব হবেনা”।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক পরিমল বড়ুয়া, উপদেষ্টা অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, চকরিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার সভাপতি নারায়ণ কান্তি দাশ, উপজেলার যুগ্ম-সম্পাদক কালু শুক্লা দাশ, লিটন কান্তি দাশ, চকরিয়া শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক উজ্জ্বল দে শিমুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ উপজেলার আহবায়ক প্রসেনজিৎ ধর রুবেল, পৌরসভা শাখার সভাপতি বাবু দাশ, ৯নং ওয়ার্ড কমিটির আহবায়ক প্রমুখ।