প্রতিমা রিপোর্ট :: কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা পাহাড়ী ঝিরিতে শিপ্লব কান্তি দেকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যার প্রতিবাদে কক্সবাজার ও চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সংখ্যালঘু সংগঠন বাংলাদেশ হিন্দু মহাজোট।
৩ জুন শুক্রবার সকালে কক্সবাজার শহরের পৌরসভা চত্তর ও চকরিয়া পৌর শহরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু মহাজোট,কক্সবাজার জেলা যুব শাখা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ এবং নেতৃবৃন্দরা অংশে নেন।
এতে বক্তব্য রাখেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক বেন্টু দাশ,বাংলাদেশ হিন্দু মহাজোট,কক্সবাজার জেলার কার্যকরী সভাপতি স্বপন গুহ,সাধারণ সম্পাদক শ্রীমান্ত পাল সাগর,সহসাধারণ সম্পাদক মিঠুন আচার্য্য,কক্সবাজার সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, হিন্দু মহাজোট,কক্সবাজার জেলার যুব শাখার সভাপতি ডাক্তার ডিবি শর্মা,সাধারণ সম্পাদক প্রতাপ শর্মা, দুলাল দাশ,সুবির পাল প্রমুখ।
বক্তরা বলেন,জেলায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পর এখন চলছে পরিকল্পিতভাবে হত্যা। দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু আমরা মানবিক উন্নয়ন চাই, মানুষের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই।মহেশখালীর একজন প্রতিবাদি কিশোর শিপ্লব কান্তি দে কে গলাকেটে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।স্থানীয় এমপি,উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে হত্যাকারীদের তথ্য জানানোর চার দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এছাড়া ঈদগাঁতে এক ইউপি সদস্য ও চরপাড়ায় এ যুবককে ছুরিকাঘাতের ঘটনাও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এটা খুবই দুঃখজনক।এভাবে ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে হামলার কারণে হিন্দু সম্প্রদায়কে শঙ্কিত ও অরক্ষিত করে তুলেছে।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থ মহেশখালী থানার ওসিকে প্রত্যাহার করে র্যাবকে তদন্তভার দেয়ার দাবী জানান। সেই সাথে শিপ্লব হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য গত ৩০ মে বিকাল ৫টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা না কাটা নামক পাহাড়ী ঝিরি থেকে শিপ্লব কান্তি দে র মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত শিপ্লব ছোট মহেশখালী ইউনিয়ন এর ঠাকুরতলা এলাকার জীবন হরি দে এর পুত্র। সে পেশায় মোবাইল টেকনিশিয়ান।


