মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো : সুখ সমৃদ্ধি থেকে সন্তান লাভ সব কামনা পূর্ণ হবে নিমেষে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা রিপোর্ট(২ ফেব্রুয়ারি) :: আগামী ১মার্চ, ২০২২ মঙ্গলবার গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে মহাশিবরাত্রি। আধ্যাত্মিক এবং জ্যোতিষ মতে ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহের এই পবিত্র দিনটি অত্যন্ত বিশেষ বলে মানা হয়ে থাকে। এদিন মহাদেবের পুজোর পাশাপাশি তন্ত্র-মন্ত্র, কৌশল-প্রতিকার করা খুবই শুভ ফল দিয়ে থাকে।

এই দিনে করা উপাসনা, এবং জীবনের জন্য করা নানা সমস্যার প্রতিকার বহুগুণ বেশি ফল দেয়। জেনে নেওয়া যাক মহাদেবকে খুশি করার কিছু বিশেষ উপায়, যা করলেই ঘুমন্ত সৌভাগ্য জেগে ওঠে। প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির কোনও অভাব হয়না।

আর্থিক লাভের উপায়

অনেক সময় জাতক জাতিকারা যেমন পরিশ্রম করে থাকেন, তেমন ফল তাঁরা লাভ করতে পারেননা। তাই আর্থিক লাভ থেকে সারা জীবন তাঁরা বঞ্চিত থেকে যান। মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করার পর দিনের যে কোনও সময় যদি মাছকে ময়দার লুটি খাওয়ানো হয় তাহলে এই কাজকে খুব শুভ বলে মনে করা হয়, পাশাপাশি এই সামান্য উপায়ে জীবনে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়।

বিবাহ বাধা কাটানো

বিবাহ বাধা কাটানো

যে সকল মানুষের জীবনে বিবাহে বাধা রয়েছে তাঁদের জন্য শিবরাত্রি হল মোক্ষম দিন, যেদিন ঋষি প্রজাপতির আশীর্বাদ লাভ করা সম্ভব। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করা উচিত। এই কাজ করলে জীবনে বিবাহ বাধা থাকলে তা দূর হয়, এবং শীঘ্রই বিবাহ যোগ তৈরি হয়।

সুখ-সমৃদ্ধি লাভ

সুখ-সমৃদ্ধি লাভ

বহু জাতক জাতিকা এমন আছেন যারা বহু চেষ্টা করেও ভাগ্যের চাবিকাঠি খুলতে সক্ষম হতে পারেননা। তাঁদের জীবন প্রায় সর্বক্ষণ অনেক কষ্টে ঘেরা থাকে। যদি বাড়ি এবং জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ কমে যায়, তাহলে মহাশিবরাত্রিতে এলাকার কোনও ষাঁড়কে সবুজ ঘাস বা পাতা খাওয়ালে তা খুব শুভ হবে। এতে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।

 সন্তান লাভের উপায়

সন্তান লাভের উপায়

অনেক জাতক জাতিকার ক্ষেত্রে বহু প্রয়াস করেও সন্তান সুখ প্রাপ্তি থেকে বঞ্চিত থাকেন। তাঁদের জন্য শিবরাত্রি হল দেবীর আশীর্বাদ পাওয়ার উপযুক্ত দিন। মহাশিবরাত্রির দিন ময়দা দিয়ে ১১টি শিবলিঙ্গ তৈরি করে জলাভিষেক করলে শীঘ্রই সন্তান সুখ পাওয়া যায়।

 মনের শান্তি লাভের উপায়

মনের শান্তি লাভের উপায়

সবকিছু থাকার পরেও মানুষ মুলত যা খোঁজে তা হল মানসিক শান্তি। মনে শান্তি থাকাই আসল হয়ে ওঠে এক সময়। তাই ঈশ্বরের আশীর্বাদ ও শান্তি লাভ করতে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত। এছাড়াও পিতৃদোষ থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রির দিন দরিদ্রদের অন্ন অর্পণ করা খুব শুভ, এতে ঘরে সুখ শান্তি ফিরে আসে।

মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পুজো করার মধ্য দিয়ে বাড়িতে থাকা বাস্তুদোষ দূর করা যায়। আসুন জেনে নিই ভাগবান শিবের কোন উপায় করলে ঘরের বাস্তু দোষ দূর করতে পারবেন আপনি।

মহাশিবরাত্রির দিন উপায়

মহাশিবরাত্রির দিন উপায়

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। এ বছর মহাশিবরাত্রি পালিত হবে ১ মার্চ মঙ্গলবার। মহাশিবরাত্রির দিনে শিবের সঙ্গে দেবী পার্বতীর পুজো করা হয়। মহাশিবরাত্রি হল ভগবান শিব ও মা পার্বতীর বিয়ের রাত। এমনটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন রুদ্রাভিষেক করলে ভক্তের সব ইচ্ছা পূরণ হয়। মহাশিবরাত্রির দিন ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য গাঁজা, ধুতুরা, দুধ, চন্দন, ভস্মের মতো অনেক কিছু নিবেদন করা হয়। মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পুজো করলে ঘরের বাস্তু দোষও দূর হয়। আসুন জেনে নেওয়া যাক ভগবান শিবের কোন কোন উপায়ে ঘরের বাস্তু দোষ দূর হয়।

 বাড়িতে জলহরির জল ছেটানো

বাড়িতে জলহরির জল ছেটানো

মহাশিবরাত্রির দিন ঘরে সুখ-শান্তির জন্য শিবলিঙ্গে অভিষেক করার পর জলহরির জল ঘরে ছিটিয়ে দিন। এর পরে, ‘‌ওম নমঃ শিবায় করালে মহাকাল কালে কৃপালম ওম নমঃ শিবায়’‌ মন্ত্রটি জপ করার সময়, পুরো বাড়িতে সেই জল ছিটিয়ে দিন। এতে ঘরে ইতিবাচকতা আসবে।

উত্তর–পূর্ব দিশায় করুন রুদ্রাভিষেক

উত্তর–পূর্ব দিশায় করুন রুদ্রাভিষেক

যদি আপনার বাড়িতে পারিবারিক সমস্যা, রোগ বা অন্যান্য সমস্যা থাকে তবে মহাশিবরাত্রির দিন বাড়ির উত্তর-পূর্ব দিকে রুদ্রাভিষেক করা শুভ বলে মনে করা হয়।

 বেল গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালান

বেল গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালান

যদি আপনার বাড়িতে বাস্তু দোষ রয়েছে তাহলে তার থেকে মুক্তি পাওয়ার জন্য মহাশিবরাত্রির দিন বাড়ির পূর্ব বা উত্তর-পশ্চিম দিশায় বেল গাছ লাগান এবং তাতে জল দিন। মহাশিবরাত্রির দিন সন্ধ্যার সময় বেল গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালালে বাস্তু দোষ কম হয়।

উত্তর–পূর্ব দিশায় শিব পরিবার রাখুন

উত্তর–পূর্ব দিশায় শিব পরিবার রাখুন

ঘরের ঝামেলা দূর করতে চাইলে মহাশিবরাত্রির দিন শিব পরিবারের ছবি উত্তর-পূর্ব দিকে লাগানো শুভ। ভগবান শিব, মা পার্বতী, পুত্র গণেশ ও কার্তিকেয়ের ছবি লাগালে বাড়ির শিশুরা বাধ্য হয়।