অযোধ্যার রামমন্দির কবে খুলছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা রিপোর্ট(৯ সেপ্টেম্বর) :: ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার বিতর্কিত জমি ঘিরে বহু দিন ধরেই দীর্ঘ মামলা চলার পর সেখানে রাম মন্দির নির্মাণের নির্দেশ আসে। সেই মতো শুরু হয় রামমন্দির নির্মাণের কাজ। জানা গিয়েছে, রামমন্দির আপাতত ২০২১ সালে খুলছে না ভক্তদের জন্য। নির্মাণ কাজের উদ্যোগ শুরু হলেও, অযোধ্যার রাম মন্দির ভক্তদের জন্য ২০২৩ সালের শেষের দিকে খুলে যাচ্ছে।

রাম মন্দির ও অযোধ্যা

রাম মন্দির ও অযোধ্যা

প্রসঙ্গত, অযোধ্যার রামমন্দির ঘিরে বহু দিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। করোনা পরিস্থিতির জন্য রাম মন্দিরের কাজ অনেকটাই আটকে গিয়েছে বলে জানা যায়। যদিও কয়েক মাস আগে করোনা পরিস্থিতির মাঝে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হয়। রাম মন্দিরের নির্মাণের জন্য এই পুজোপাঠ ঘিরে রীতিমতো রাজকীয় সমারোহ আয়োজিত হয়। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী।

 ৭০ একরের জমিতে মন্দিরের কাজ কতদূর?

৭০ একরের জমিতে মন্দিরের কাজ কতদূর?

এদিকে , রামমন্দির নির্মাণের কাজে ভারতের বড় সংস্থাকে আহ্বান জানানো হয়েছে বলে খবর। শুরু হয়ে গিয়েছে ঐতিহাসিক মন্দিরের নির্মাণের কাজ। জানা গিয়েছে ৭০ একরের জমির উপর তৈরি হতে চলা রামমন্দিরের নির্মাণ কাজ ২০২৫ সালে শেষ হয়ে যাবে। তব সম্পূর্ণ কাজ শেষের আগে, ২০২৩ সালেই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে যাবে।

এবিষয়ে সরকারি সূত্রে জানা গিয়েছে বহু তথ্য। আপাতত জানা যাচ্ছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে রামমন্দিরের ভিত্তি প্রস্তরের কাজ নির্মাণ শেষ হবে। সেই লক্ষ্যেই ইঞ্জিনিয়াররা কাজ করছেন বলে খবর। এখানেই শেষ ন , এরপর রামমন্দিরের দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে। সেই কাজ শেষ হতে হতে অনেক সময় লাগবে বলে জানা যাচ্ছে। তবে দিওয়ালর পরই রাম মন্দিরের দ্বিতীয় পর্বের কাজ ২০২১ সালে হবে বলে জানা যাচ্ছে।

ভোটের বালাই, রেকর্ড গতিতে এগোচ্ছে কাজ, কবে থেকে রাম-দর্শন জানাল মন্দির ট্রাস্ট

রেকর্ড গতিতে এগোচ্ছে কাজ, কবে থেকে রাম-দর্শন জানাল মন্দির ট্রাস্ট

২০২৩ সালের কবে খুলছে রামমন্দির?

জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে অযোধ্যার রামমন্দিরের দরজা খুলে যাচ্ছে ভক্তদের জন্য। এর আগে ২ দিন আগেই অযোধ্যার রামমন্দিরে ১৫ সদস্যের একটি ট্রাস্টি ও ইঞ্জিনিয়ারদের দল পরিদর্শনে যায়। সেখানে তাঁর বৈঠক করেন রামমন্দির নির্মাণের বিভিন্ন দিক নিয়ে। ট্রাস্টের চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্র এই বৈঠকের পৌরহিত্য করেন।

তারপরই জানানো হয় যে ২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে যাবে।

৫ অগাস্ট ও রামমন্দির
৫ অগাস্ট ও রামমন্দির

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দিরের ভিত্তিপ্রস্তরের পুজোপাঠ সম্পন্ন হয়। রাজকীয় সেই সমারোহের অংশ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কেটে গিয়েছে একবছর । সামনের বছর ২০২২ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সামনে বিধানসভা ভোটের অগ্নিপরীক্ষা। এদিকে তারই মাঝে সূত্র মারফৎ জানা গিয়েছে অযোধ্যার রাম মন্দির ২০২৩ সালের ডিসেম্বর মাসে খুলছে।