দেশে সাম্প্রদায়িক গোষ্টি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : এড:রনজিত দাশ(ভিডিও সহ)

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা রিপোর্ট :: খুলনার রূপসার শিয়ালি, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের নানাস্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ আগষ্ট) বিকালে কক্সবাজার পৌরসভার প্রাঙ্গণে জেলা পুজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ- সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার সভাপতি এডঃ রনজিত দাশ।

তিনি বলেন দেশে সাম্প্রদায়িক গোষ্টি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আগস্ট মাসকে টার্গেট করে তারা সংখ্যালঘুদের পরিকল্পিত হত্যাকান্ড, মঠ- মন্দির,বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ জমি- জমা জবরদখলে লিপ্ত রয়েছে। এই সাম্প্রদায়িক গোষ্টির অত্যাচারে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ১৯৭১ সালে জাতির জনকের ডাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান কাধে কাধ মিলিয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করলেও স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারি নাই। তাই ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক চক্রকে মোকাবেলা করতে হবে। যাতে তাঁরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সেই সাথে ওই চক্রের মূলহোতাদের আইনে আওতায় আনতে হবে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, যেন বার বার এ ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় যেন সংগটিত করতে না পারে সেজন্য তাদেরকে নির্মূল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, সাধারন সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক স্বপন গুহ, সাংগঠনিক সম্পাদক পরিমল বড়ুয়া, জেলা আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব এডঃ বাপপী শর্মা, জেলা আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক মনথেলা রাখাইন, জেলা সৎসঙ্গ আশ্রমের পৌরহিত বিশ্বনাথ বন্দোপাধ্যায়, সদর উপজেলা ঐক্য পরিষদের সহ সভাপতি বলরাম দাশ অনুপম, পৌর পূজা কমিটির সহ সভাপতি সুজন শর্মা জন, অর্থ সম্পাদক রাজু পাল, শহর পূজা উদযাপন পরিষদের সদস্য রুবেল শর্মা প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন চঞ্চল দাশ গুপ্ত, জনি ধর,স্বপন দাশ, তপন দাশ, তপন ধর, কিশোর বড়ুয়া, অজয় আচার্য্য, সজল কান্তি দে, বিকাশ কান্তি সুশীল, সুমন চৌধুরী আগুন, জেকি সেন, পলাশ দে সহ জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিভিন্ন স্থরের নেতাকর্মী।

কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনি ধরের নেতৃত্বে আলাদা ব্যানার নিয়ে পৌর পূজা কমিটির নেতা কর্মী সদলবলে সমাবেশে সংহতি জানিয়ে যোগদান করেন।মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে কক্সবাজার শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

May be an image of one or more people and road

May be an image of one or more people, people standing and outdoors