প্রতিমা রিপোর্ট :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার প্রভাবশালী কার্যনির্বাহী সদস্য বেন্টু দাশ ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর কার্য নির্বাহী সদস্য প্রদীপ দাশের মমতাময়ী মাতা শ্রীমতি আরতী দাশ (৯৬) আমাদের মাঝে আর নেই।
তিনি বৃহস্পতিবার ভোর ৫:৩০ টায় নিজ বাসভবণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ওম দিব্যাং লোকান স্বগচ্ছতু)।
১১ ফেব্রুয়ারি ২টায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারের জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ দলমত নির্বিশেষে গভীর শোক এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর শোক
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু,সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু,সহ-সভাপতি ডা. চন্দন কান্তি দাশ,যুগ্ম সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,ডা:পরিমল কান্তি দাশ,ডালিম বড়ুয়া,স্বপন গুহ,মুকুল কান্তি দাশ,জেলা আইনজীবি ঐক্য পরিষদ এর সদস্য সচিব এডভোকেট বাপ্পী শর্মা সহ জেলার সকল অঙ্গ সংগঠন সমুহ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ তার মৃত্যুতে আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শারদীয় প্রকাশনা পরিষদের শোক :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার প্রভাবশালী কার্যনির্বাহী সদস্য বেন্টু দাশের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শারদীয় প্রকাশনা পরিষদ।এক শোক বার্তায় পরিষদের প্রতিমা স্মরণিকার সম্পাদক চঞ্চল দাশগুপ্ত তার আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

