রিপোর্ট :: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বিশিষ্ট জমিদার কবিরাজ বাড়ির সন্তান সাবেক গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি,কক্সবাজার জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন এর পিতা, কক্সবাজার শহরের শর্মা কমপ্লেক্স এর স্বত্তাধিকারী, শ্রী নিরন্জন বিহারী শর্মা (রামসিং মেম্বার) (৯১) পরলোকগমন করেছেন।(দিব্যান লোকান স্বগচ্ছতু)।
তিনি মঙ্গলবার সকাল ৯:২০ মিনিটের সময় কক্সবাজার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (দিব্যান লোকান স্বগচ্ছতু)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি গর্জনিয়ার বিশিষ্ট জমিদার সুরেন্দ্র বিজয় শর্মা ( সুরেন্দ্র কবিরাজ) এর বড় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে,২ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মঙ্গলবার ২২ডিসেম্বর রাত ৮টায় গর্জনিয়াস্থ পারিবারিক শ্মশানে প্রয়াত নিরঞ্জন বিহারী শর্মা’র শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানান তার পুত্র প্রভাষক প্রিয়তোষ শর্মা চন্দন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় ও জেলা শাখার শোক :
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বিশিষ্ট জমিদার কবিরাজ বাড়ির সন্তান সাবেক গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য ও কক্সবাজার শহরের শর্মা কমপ্লেক্স এর স্বত্তাধিকারী, শ্রী নিরন্জন বিহারী শর্মা (রামসিং মেম্বার) (৯১) এর পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,কেন্দ্রীয় শাখা এবং কক্সবাজার জেলা শাখা। এক শোক বার্তায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত এবং কক্সবাজার জেলা পরিষদের সভাপতি এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু। নিরঞ্জন বিহারী শর্মা’র পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও প্রয়াত নিরঞ্জন বিহারী শর্মা’র আত্মার সদগতি কামনা করেন।
জেলা আওয়ামী লীগের শোক
বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের পিতা নিরঞ্জন বিহারী শর্মা (রামসিং মেম্বার) এর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিবৃতিতে নেতৃবৃন্দ নিরঞ্জন বিহারীর আত্মার সদগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।