২০২১শে দুর্গা পুজা : মহালায়া ৬ অক্টোবর,মহাষষ্ঠী ১১ই অক্টোবর, বিজয় দশমী ১৫ই অক্টোবর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রতিমা ডটকম(৩১ অক্টোবর) :: বাঙালির ক্যালেন্ডার দেখা মানেই তাতে প্রথম নজর পড়ে যায় দুর্গাপুজো কবে হবে। মা ইতিমধ্যেয় কৈলাসে সপরিবারে ফিরে গিয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেশ ভালো ভাবেই কাটল পুজোর কটা দিন আবারও দিন গোনা শুরু হয়েছে বাঙালির।

পরের বছর মহালায়া ৬ অক্টোবর। মহাষষ্ঠী ১১ ই অক্টোবর,মহাসপ্তমী ১২ ই অক্টোবর , মহাষ্টমী ১৩ ই অক্টোবর , মহানবমী ১৪ ই অক্টোবর , বিজয় দশমী ১৫ ই অক্টোবর। এবছর করোনা আবহে দুর্গাপুজো ছিল সম্পূর্ণ আলাদা।পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের কারোরই মন ভরেনি এবারের দুর্গাপুজোয়।

তবে বিসর্জন এর সঙ্গে সঙ্গে মায়ের আবাহনী প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের বেশ কয়েকটি পুজো কমিটি।আগামী বছর অর্থাত্‍ ২০২১ এর মায়ের আবাহনের প্রস্তুতিতে এখন থেকেই এগিয়ে থাকতে চাইছে এই পুজো কমিটি গুলি।