প্রতিমা ডেস্ক(১৯ অক্টোবর) :: দূর্গাপূজা উপলক্ষে পার্থ প্রতীম রায়ের গান ‘দূর্গা মা’ মুক্তি পেয়ছে। গানের কথা, সুর, সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সঙ্গীতায়োজন করেছেন রূপন চৌধুরী ও পার্থ প্রতীম রায়।
গানটির অন্যতম আকর্ষণ হচ্ছে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রকে সহকারী বাদ্যযন্ত্র হিসেবে রেখে, মূল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে দেশজ বাদ্যযন্ত্র এবং তার সবই অ্যাকুয়াস্টিক (লাইভ) রেকর্ড করা হয়েছে। যেমন, ঢোল, ঢাক, এসরাজ, পাখোয়াজ, সান্তোর, সানাই, করতাল, মন্দিরা, ট্রেম্বরিন, শঙ্খ ইত্যাদি।
এর ভিডিও নির্মাণ করেছে তির্থক আহসান রুবেল।
তিনি জানান, জিরো বাজেটে নির্মিত এই ভিডিওটির শুটিং চলাকালে মুষলধারে বৃষ্টির মুখোমুখি হতে হয়। বৃষ্টির মাত্রা এতটাই প্রকট ছিল যে ২ দিনে মাত্র ৪ ঘণ্টা সময় পাওয়া যায় ভিডিও ধারণে। ফলে তাৎক্ষণিক চিত্রনাট্য বদল করে নতুন পরিকল্পনায় ভিডিও ধারণ করা হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ অন্যান্য স্থানে এর চিত্রায়ণ করা হয়।
নির্মাতা প্রতিষ্ঠান তির্থক-এর নির্মিত প্রথম মিউজিক ভিডিও যা মুক্তি পেয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের পিপিআর মিউজিক চ্যানেলে। ক্যামেরায় ছিলেন তারেক বাবু ও সম্পাদনা করেছেন হাসান মাহাদী।

