শারদীয় প্রকাশনা ‘প্রতিমা’ স্মরণিকার ১৭তম সংখ্যার জন্য লেখা আহব্বান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ বিজ্ঞপ্তি(৪ অক্টোবর) :: সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশ তথা কক্সবাজারেও চলছে করোনা মহামারীর প্রকোপ। আধ্যাত্বিক অর্থে দুর্গা বিশ্বরূপা মহাশক্তি। আর এই বিশ্বরূপা মহাশক্তির আজ অতি প্রয়োজন। করোনা নামক এই মহাব্যাধি, মহামারীকে দমন করার জন্য আজ তো তাকেই বড় দরকার।আর করোনা অনিশ্চয়তার মধ্যেই চলে এল বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দূর্গাপুজো-২০২০। বাঙালির এখন উত্‍সবে গা ভাসানোর পালা। আর পুজো মানেই তো কাশফুল, শরতের আকাশ আর শারদীয়া।

প্রতিবারের মত এবারও আমরা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২০০৪ সাল থেকে সুনামের সাথে প্রকাশিত ও বহুল প্রচারিত এবং সনাতন ধর্মালম্বীদের মুখপত্র ‘প্রতিমা’ শারদীয় স্মরণিকার ১৭তম সংখ্যা প্রকাশ করার উদ্যোগ গ্রহন করেছি। এবারের ‘প্রতিমা’ স্মরণিকার ১৭তম সংখ্যার জন্য আগ্রহী সন্মানিত লিখিয়ে বন্ধুদের কাছ থেকে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা ও ছড়া আহবান করা হচ্ছে।

কী রকম লেখা পাঠাবেন-
১) সর্বাধিক দেড় হাজার শব্দের গল্প
২) অণুগল্প (২৫০ শব্দের কম)
৩) ছোট গল্প (৫০০ শব্দের মধ্যে)
৩) কবিতা
৪)পূজো নিয়ে প্রবন্ধ, ভ্রমণ কাহিনি
৬) ক্যাপশন সহ আপনার তোলা ছবি (নাম, ঠিকানা অবশ্যই পাঠাবেন)

লেখার নিয়মাবলি-
বাংলা ইউনিকোড ফর্ম্যাটে লেখা পাঠান।ওয়ার্ড বা গুগল ফ্রন্টেও পাঠাতে পারেন।তবে PDF ফর্ম্যাটে কোনও রকম লেখা পাঠাবেন না।
১) যে লেখাটি পাঠাবেন সেটা কোথাও কখনও প্রকাশিত হয়নি।
২) লেখাটিতে যেন কোনও রাজনৈতিক দল, সংগঠন বা ধর্ম সম্প্রদায়কে আঘাত না করে।
৩) কোনও ব্যক্তি বা সংগঠনকে আঘাত করতে পারে এমন কোনও মন্তব্য বা চরিত্র যেন না তৈরি হয়।
৪) লেখাটি যেন অহেতুক বড় না হয়।
৫) কোনও গল্প, সিনেমা, উপন্যাস থেকে আপনার লেখাটি প্রভাবিত হলে সেটি যেন স্পষ্টভাবে উল্লেখ থাকে।
৬) বানান বা ব্যাকরণগত দিক থেকে লেখাটিতে বড় কোনও ভুল না থাকে।
৭) লেখা পাঠানোর পর ফোন বা মেল করার প্রয়োজন নেই। আমাদের উপদেষ্টা মন্ডলী বা সম্পাদকের পছন্দ হলে তা ম্যাগাজিনে স্থান পাবে। www.protimaa.com ওয়েবসাইটে নজর রাখলেই আপনার লেখা দেখতে পাবেন। আলাদা করে কাউকে লেখা প্রকাশের কথা জানানো সম্ভব নয়।
৮) লেখা পাঠানোর শেষ তারিখ ১৭ অক্টোবর, বেলা ১২টা।
প্রতিটি লেখা, কবিতা, ছবিতে নিজের নাম, ঠিকানা, ই মেল আইডি, ফোন নম্বর পাঠাতে ভুলবেন না।

চঞ্চল দাশগুপ্ত, সম্পাদক, প্রতিমা, কক্সবাজার প্রেসক্লাব,শহীদ শরণী সড়ক,কক্সবাজার এবং ই-মেইল-chanchalcox@gmail.com অথবা বিজয় কুমার ধর(সহ সম্পাদক) দৈনিক আজকের দেশবিদেশ অফিস,শহীদ শরণী সড়ক,কক্সবাজার এই ঠিকানায় লেখা পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

মোবাইল(০১৭৩৬-২০২৬২২ বা ০১৫৫৮ ৩১০৫৫০)-সম্পাদক

অথবা

(০১৮১২-৫৮৬২৩৭) সহ সম্পাদক