কক্সবাজার লোকনাথ ব্রহ্মচারী সেবকসংঘের উদ্যোগে এমপি পংকজ নাথ’র সুস্থতায় প্রার্থনা অনুষ্টিত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ বিজ্ঞপ্তি(২২ সেপ্টেম্বর) :: বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ ও স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের মান্যবর সভাপতি এবং বরিশাল- ৪ আসনের সংসদ সদস্য শ্রী পংকজ নাথ এম.পি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় তাহার সুস্থতা কামনায় কক্সবাজার জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার কক্সবাজার বি কে পাল সড়কস্থ লোকনাথ সেবাশ্রমে স্বাস্থ্যবিধি মেনে পূজা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে পৌরোহিত্য করেন বিপ্লব চক্রবর্তী।

কক্সবাজার জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ সভাপতি উজ্জ্বল করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কান্তি দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট শ্রী রনজিত দাশ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি শ্রী বাবুল শর্মা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিটু, কক্সবাজার সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ,কক্সবাজার জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারণ সম্পাদক স্বপন দাশ,পৌরসভার সভাপতি শুভ দাশ,কক্সবাজার সদর লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক কাজল পাল সিআইপি, জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ সাংগঠনিক সম্পাদক ও জেলা সনাতনী সেবক সংঘের সাধারন সম্পাদক সুধীর চন্দ্র দাশ, জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ যুগ্ম সম্পাদক মিঠুন পাল,অর্থ সম্পাদক শাওন চক্রবর্তী জনি,গীতা পাঠক নারায়ণ দাশ,জেলা লোকনাথ সেবক সংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা মল্লিক, সাংবাদিক শিপন পাল, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বলরাম দাশ, জাতীয় হিন্দু সংস্কার সমিতির জেলা সহ সভাপতি অনুপম দে অপু, সহ সাংগঠনিক সম্পাদক, লিটন দাশ,তপন দাশ,রাজু পাল,জ্যোতি মল্লিক বাবু, টিপু দাশ, সেলিকা আর্চ্যয্য, আপন দে, সাংবাদিক রাজু দাশ,তপন দে, মিল্টন কিশোর দাশ।

প্রার্থনা সভায় প্রধান অতিথি কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ বলেন, আমাদের প্রিয় অভিভাবক পংকজ নাথ এমপি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর,তিনি সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকেন। আজ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এই সংবাদ শোনার পর থেকে সবাই যেন স্তম্ভিত।আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”